Saturday, May 8, 2010

পাশের বাড়ির মেয়ে কমলা (Pasher Barir Meye)


পাশের বাড়ির মেয়ে,
মুচকি হেসে পথ চলে আমার দিকে চেয়ে,
হাসের মত হেলে দোলে,
জল ভরিতে ঘাটে যায় কলসি কাঁখে লয়ে

মনে মনে ভাবি, করব ওরে ইয়ে করে বিয়ে,
বৌ সাজিয়ে পাল্কিতে ভরে ঘরে যাব নিয়ে

সোনাবরন মুখ তার, হাসলে গালে পড়ে টোল,
চিকন চাকন রুপের ঘটন, কাজল কালো চুল

সাধ জাগে পরিয়ে দিতে তার খুঁপায় জবাফুল,
মনের কথা কেমনে বলি, ভেবে না পাই কুল

No comments:

Post a Comment