Saturday, May 8, 2010

তুমি আর আমি-Tumi ar Ami


গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,
রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা
অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,
হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা

বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,
আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার
আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,
বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার

No comments:

Post a Comment