Saturday, May 8, 2010

আল্লাদির পুষ্পসজ্জা-Alladir Pushpo Shojja


আজ চাদনী রাত, মধু রাত আমার পুষ্পসজ্জা,
মনে আনন্দের ঝড় ওঠেছে, চোখে লজ্জা

ফুলে ফুলে সাজানো, সৌরভে সুবাসিত বাসর ঘর,
লাল শাড়ী পড়ে বসে আছি রাঙ্গিয়ে লাল রঙ্গে অধর

রোমাঞ্চকর মোমবাতির পানে তাকিয়ে গুনছি প্রহর,
কখন বাসরে আসবে বন্ধু হইতে আমার দোসর

সপ্নের সাথে বাস্তবের, ফুলের সাথে হবে অলির মিলন,
নয়নে নয়ন রেখে, মধু আর মাধুরীতে করব আলিঙ্গন

আঁচলে মুখ লোকিয়ে আমি করিব অভিমান,
বন্ধু আমার মান ভাঙ্গাবে জুরাইবে পরান

কুলেতে বসাই আমি বন্ধুকে করিব আদর,
বন্ধু ফুলের মধু পান করিবে হইয়া ভোমর

তন-মন, জীবন যৌবন করিব বন্ধুর হাতে অর্পণ ,
বন্ধুর বুকে মাথা রেখে আমি দেখব মধুর স্বপন

No comments:

Post a Comment