Saturday, May 8, 2010

নেশা ভরা চোখ,মায়া ভরা মুখ


লাল গোলাপের মত রাঙ্গা ঠোঁট তোমার নেশায় ভরা চোখ,
কাজল কালো কেশগো তোমার, মায়া ভরা মুখ
তোমার চোখের পানে থাকালে ভুলে যাই জীবনের যত দুঃখ,
তোমার কোকিল কন্ঠে কথা শুনলে ভরে যায় বুক
তোমার মাঝে লুকিয়ে আছে আমার জীবনের সব সুখ,
মরণ ও সুখের হবে যদি দেখ দেখে মরতে পারি তোমার চাঁদ মুখ

No comments:

Post a Comment