Saturday, May 8, 2010

ভালবাসি বলেই....


তোমাকে ভালবাসি বলেই বিশ্বাস করি,
বিশ্বাস আছে বলেই প্রেম সাগরে ভাসাইছি তরি।
তরি বাসাইছি বলেই কিনারায় পৌঁছোবার স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি বলেই হৃদয়ে তোমার ছবি আঁকি,
তোমার ছবি আঁকি বলেই স্বপ্নে হয় মাখামাখি,
সপ্নে মাখামাখি হয় বলেই দমে দমে তোমাকে ডাকি।
দোহাই তোমার ভালবাসি বলে,দিও না গো ফাঁকি,
ফাঁকি দিয়ে বিরহানলে পুড়াইও না,ভিজাইও না মোর আঁখি।

No comments:

Post a Comment