ফুলে যেমন সুবাস থাকে,আকাশে চাঁদের বাস,
আমার মনে তোমার বসত,ভালবাসি বার মাস।
নিশ্বাসে আছ তুমি,আছ মোর বিশ্বাসে,
অনেক দূরে গিয়েও তুমি রয়েছ মোর পাশে,
শয়নে, স্বপনে হয় তোমার সাথে মাখা মাখি,
দিবস রজনি দমে দমে তোমাকেই ডাকি।
আকাশে খুঁজি তোমায়, খুঁজি তাঁরার মাঝে,
তোমার নামের বীণা মোর বুকের মাঝে বাজে।
হাত ধরে পথ চলা, মিষ্টি মধুর বাণী,
ভুলিনি, ভুলিনি আমি আজও তোমায় ভুলিনি।
No comments:
Post a Comment