তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,
কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব বলে যাও।
তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,
কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে কিভাবে থামাব বলে যাও।
তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,
কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে কেমনে রঙ্গীলা হব বলে যাও।
তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,
কিন্তু মন বিমনা হয়ে থাকলে,কিভাবে উদাসিনতা দূর করি বলে যাও।
No comments:
Post a Comment