তুমি যা চেয়েছিলে তাই আমি করলাম,
চিরদিনের জন্য ভালবাসার বাঁধন থেকে মুক্ত করলাম।
খোদার কাছ থেকে তোমার সব কষ্ট চেয়ে নিলাম,
বদলে আমার জীবনের সব সুখ তোমাকে দিলাম।
মন-প্রান উজাড় করে ভালবেসেও তিল পরিমাণ মূল্য নাহি পেলাম,
তোমায় আমি নিঃসার্থে, নিঃশর্তে অন্ধের মত ভালবেসে গেলাম,
বিনিময়ে তোমার কাছ থেকে এইটুকুন ভালবাসা চেয়েছিলাম।
কিন্তু মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নাহি পেলাম,
তার পরও তুমি বল আমি তোমার মন নাহি বুঝলাম।
একবার বলে দিলে বুক ছিঁড়ে কলিজাটা হাতে দিয়ে দিতাম,
তোমার সামান্য সুখের জন্য এই জীবন বিসর্জন করতাম।
তোমার দোসর হইতে গিয়ে আমি শত্রু হলাম,
যখন ইচ্ছা ফিরে এস, মনের দোয়ার খুলা রাখলাম ।
No comments:
Post a Comment