তোমার বিয়ে হবে, বর আসবে, আমার আসবে যম,
আমার হবে শেষ বিয়ে, তোমার হবে প্রথম।
আমি যাব সমাধিস্থলে, তুমি যাবে শশুর বাড়ি,
আমি পড়ব সাদা কাফন, তুমি পড়বে লাল শাড়ী।
তোমার থাকবে ফুলে ফুলে সাজানো বাসর ঘর,
আমার জন্য খোদা হবে অন্ধকার কবর।
আমাকে একা রেখে সবাই চলে আসবে ঢাকি,
আমি পিছন থেকে করব ডাকা ডাকি।
তোমার বাসরে স্বামী আসবে সম সুখ পাখি
মধু আর মাধুরীতে করবে মাখা মাখি।
তোমার থাকবে হাসি খুশি ভরা মহল,
আমার বাড়িতে উঠবে কান্নাররোল।
তুমি যাবে স্বামীর ঘরে চড়ে নামি দামি কলের গাড়ি,
আমি যাব কবরে, চার আপনজনের কাঁধে হয়ে সওয়ারী।
No comments:
Post a Comment