বিচ্ছেদানলে বুক পুড়ে কিন্তু কাঠ পুড়েনা,
বনের আগুন চোখে পরে,মনের আগুন পরেনা ।
কাচ ভাঙ্গিলে দেখা যায়,মন ভাঙ্গিলে দেখা যায় না,
রাতের আন্ধার সবাই দেখে,মনের আধার কেউ দেখে না।
সাদা কাপড়ে কাদা লাগলে ছোটানো যায়,
সাদা মনে কাদা লাগাই গেলে ছোটানো যে দায়।
নদীর পানি কমে বাড়ে ,নয়নের জল শুকায় না,
চোখের জলে বুক ভাসে,অন্তরের আগুন নিবে না।
প্রেমের শিখায় অঙ্গ জ্বলে,কাগজ জ্বলে না,
কষ্ট আমার জুরি হইল,তুমি জোরু হইলে না।
No comments:
Post a Comment