Sunday, May 9, 2010

Bangla kobita


ফিরে এস তুমি ওগো রেখেছি মনের দোয়ার খুলে,
আজ ও আছ তুমি হৃদয় জুড়ে যাইনি গো ভুলে
ফিরে এস, দুজন মিলে এক নয়নে কাঁদি,
তোমার আমার মনের আশা একি ডোরে বাঁধি
ফিরে এস হাত দরে দুজনে এক সাথে পথ চলি,
সেই লেইক এর পারে বসে প্রেমের কথা বলি
ফিরে এস, চাইনিজ রেস্তুরায় গিয়ে ভুজন করি,


নয়নে নয়ন রেখে প্রণয়গীতি শ্রবণ করি
ফিরে এস কলি হয়ে, আমি হব অলি,
মধু আর মাধুরীতে হবে কোলাকোলি

No comments:

Post a Comment