যেতে নাহি দিতে চাই, তবু সে চলে যায়,
তার চলে যাওয়া সইতে পারিনা,আগুণ জ্বলে কলিজায়।
ভালবাসার স্বপ্ন দেখিয়ে নিজেই স্বপ্ন ভেঙ্গে চলে যায়,
বিচ্ছেদ অনলে পুড়ে ছাই আমি, বেদনায় বুক ফেটে যায়।
চিৎকার করে বলতে ইচ্ছে করে এত কষ্ট কেন ভালবাসায়?
কেন স্বর্গ দেখিয়ে নরকে ঢেলে হেসে হেসে চলে যায়?
এমন তো কথা ছিলনা,এমন কেন হল ভাবতে লাগলাম,
ভাবতে ভাবতে আকুল কিন্তু হিসাব নাহি মিলাইতে পারলাম।
তাই স্মতির ছাই এর মাঝে একটি হাসি খুঁজতে লাগলাম,
হাসি খুঁজতে খুঁজতে আমি আবারও অশ্রু বন্যায় ভাসলাম।
No comments:
Post a Comment