Sunday, May 9, 2010

তুমি ছিলে...


তুমি ছিলে,আমি ছিলাম,ছিল চাঁদনী রাত,

নয়ন পানে থাকিয়ে ছিলাম রেখে হাতে হাত।

চন্দ্র তারা শাক্ষী রেখে দিয়ে ছিলে কথা,

ভুলিবে না কোনদিন,দিবে না গো ব্যথা।

বুকেতে বুক মিশাই হয়েছিল মুলাকাত,

কথা ছিল দুজনে দুজনার রবো,ছাড়ব না গো সাথ।

একই পথে চলবো দুজন গাইব প্রেমের গান,

সুখে দুঃখে থাকব পাশে,আসুক যতই ঝড় তুফান।

মনের ভিটায় বসত করব,বাধবো সুখের ঘর,

প্রেমের শিকলে থাকবে বাধা দুজনার অন্তর।

হঠাৎ একদিন কিছু না বলেই তুমি হারিয়ে গেলে,

বিচ্ছেদানলে অন্তর পুড়ে,বুক ভাসে মোর চোখের জলে।

ভুলিতে পারিনি তোমায়,আজও আছ মোর অন্তরে,

স্বপ্ন ঘিরে আছ তুমি,আছ ভিতরে বাহিরে।

মন মন্দিরে আজও তোমার নামের প্রদীপ জ্বলে,

এসো মোর সাথী,ওগো এসো মোর কোলে।

পন্থের পানে চেয়ে আছি বুকে নিয়ে আশা,

তুমি আসবে ফিরে আমার বুকে,বাধবে সুখের বাসা।

No comments:

Post a Comment