প্রেমি-প্রেমিকা,গাছতলায় বসে প্রেমালাপ করতে করতে প্রেমিক তার প্রেমিকাকে বলছে...
তুমি আমার জীবন,
তুমি আমার মরন।
তুমি আমার আশা,
তুমি আমার ভালবাসা।
তুমি আমার স্বপন,
তুমি আমার একমাত্র আপন।
তুমি আমার মোজা-জুতা,
তুমি আমার হাগা-মুতা।
প্রেমিকা বলছে wait, wait তুমি একটু থাম এবার আমি কিছু বলি।
প্রেমিকা তার সঠিক জবাব দিতে গিয়ে বলছে...
তুমি আমার সুখ,
তুমি আমার দুঃখ।
তুমি আমার হাসি,
তুমি আমার খুসি।
তুমি আমার আকাশ,
তুমি আমার বাতাশ।
তুমি আমার ব্যথার ট্যাবলেট,
তুমি আমার স্বদেশী টয়লেট।
No comments:
Post a Comment