বে-আক্কেলের আক্কেল দাঁত উঠেছে,
ফুল চেয়ে কাঁটার আঘাত পেয়েছে।
দাঁতের ব্যথায় কাতর হয়েছে আছে,
বিরহ বেদনায় পাথর হয়ে গেছে।
ললনা ছ্যাঁকা দিয়ে বাঁকা করে গেছে,
স্মৃতি এখন পোকা হয়ে নাকের ডগায় নাচে।
ভালবাসা জীবাণু হয়ে হৃদয়ে করে বাস,
ললনার ছলনায় পড়ে জীবন হল নাশ।
বেঁচে থাকার জন্য বেঁচে আছে হয়ে জীয়ন্ত লাশ।
জীবন চলছে যেমন,আনা শিং এর গরু,আনা লাঙলে চাষ।
No comments:
Post a Comment