Monday, May 31, 2010
Sunday, May 30, 2010
Saturday, May 29, 2010
Friday, May 28, 2010
Thursday, May 27, 2010
Wednesday, May 26, 2010
Tuesday, May 25, 2010
Monday, May 24, 2010
Sunday, May 23, 2010
Saturday, May 22, 2010
Friday, May 21, 2010
Thursday, May 20, 2010
Wednesday, May 19, 2010
Tuesday, May 18, 2010
Monday, May 17, 2010
Sunday, May 16, 2010
Saturday, May 15, 2010
Ebook Bibhutibhushan Banerjee
He is a Bengali novelist and writer.His most well known book is the autobiographical novel, Pather Panchali (The Song of The road), incorporated (along with Aparajito, the sequel) into the memorable Apu Trilogy films by Satyajit Ray.
Ebook Afroza Parveen
Her Work:
Ek Je Chilo Putulkonna
Full Fotar Bela
Golapi Tissute Shondesh
Kishor Shomogro[AP]
Ontor Odrissho Jadu
Nam Tar Nari
Kodom Ali Shohore Jacche
Matir Putul
Ekattorer Podaboli
Thursday, May 13, 2010
CHONDER KHELA...
আমি লক্ষ করে দেখেছি এই ব্লগে অনেক ব্লগাররা ছন্দে ছন্দে খুব সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন, তাই ভাবলাম কেন না আমরা একটা খেলা খেলি, ছন্দের খেলা। আমি আশাবাদি আমরা সবাই এই খেলাতে অংশ নিয়ে খুব মজা করব।
খেলার নিয়ম হল নিচের প্রশ্ন গুলার উত্তর আমরা ছন্দে ছন্দে দেব,প্রতিটি প্রশ্নের উত্তর হতে হবে নিম্নে দুই লাইনের এবং কেউ কারো নকল করতে পারবনা। দুই লাইনের বেশি লেখতে চাইলে ও লেখতে পারেন।
উত্তর দেওয়ার সময় প্রশ্ন নম্বার লেখতে ভুলবেন না প্লিজ।
Ami lokko kore dekesi ei blog e onek blogger ra chonde chonde khub shundor shundor comment kore thaken.thai bhablam kenona amra ekta khela kheli,chonder khela.Ami ashabadi amra shobai ei khelate ongsho niye khub moja korbo.
Khelar niyom holo nicher proshno gular uttor amra chonde chonde debo,protiti proshner uttor hote hobe nimne dui liner ebong keu karo nokol korte parbona,keu dui liner beshi lekhte chaile o parben.
J.M.B (হাস্যকর ইন্টারভিউ)
প্রেসঃ আপনার নাম দিয়ে শুরু করি ?
নায়কঃ J.M.B
প্রেসঃপুরো নামটা বলেন।
নায়কঃ জব্বার মিয়া ভাণ্ডারী।
প্রেসঃ আপনার পিতার নাম?
নায়কঃ J.M.B
প্রেসঃপুরো নামটা বলেন।
নায়কঃজলিল মিয়া ভাণ্ডারী।
প্রেসঃ আপনার ছেলের নাম?
নায়কঃ J.M.B
প্রেসঃপুরো নামটা বলেন।
নায়কঃজাবেদ মিয়া ভাণ্ডারী।
প্রেসঃআপনার স্ত্রীর নাম?
নায়কঃ J.M.B
প্রেসঃপুরো নাম।
নায়কঃজয়গুন মালা ভাণ্ডারী।
প্রেসঃআপনার মেয়ের নাম?
নায়কঃ J.M.B
প্রেসঃপুরো নাম।
নায়কঃজয়তুন মালা ভাণ্ডারী।
প্রেসঃআপনার ঠিকানা?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে।
নায়কঃজাউতলা, মুরগী বাজার।
প্রেসঃ আপনার প্রথম ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে।
নায়কঃ ঝাল মুড়ি বাদাম।
প্রেসঃ আপনার রমান্টিক ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ খুলে বলুন প্লিজ।
নায়কঃ জ্বালাইয়া মোমের বাতি।
প্রেসঃ আপনার হিট ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে খুলে বলুন প্লিজ।
নায়কঃ জ়ীবন মানেই বোমা।
প্রেসঃ আপনার ফ্লপ ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে খুলে বলুন।
নায়কঃ জ়ীবন মোর বিনাশ।
প্রেসঃ আপনার আগামি ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে ।
নায়কঃ যাও মার বোমা।
প্রেসঃ আপনার প্রিয় ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে ।
নায়কঃ ঝাল মুড়ি বোমা।
আপনার শেষ ছবি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে খুলে বলুন।
নায়কঃ জলদি মার বোমা।
প্রেসঃ আপনার প্রিয় রান্না কি?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে খুলে বলুন।
নায়কঃ ঝাল মুরগী বোনা।
প্রেসঃ রাজনৈতিক দল কোনটা সাপর্ট করেন?
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে…
নায়কঃজামাতি মুসলিম ভারত।
প্রেসঃএবার আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন?
নায়কঃ J.M.B
প্রেসঃ এখানেও J.M.B তার মানে?
নায়কঃ যেওনা মোরে ভুলে।
নায়কঃ J.M.B
প্রেসঃ তার মানে কি?
নায়কঃজয় মাতা ভারত।
প্রেসঃ J.M.B?
নায়কঃতার মানে বুঝলাম না…
প্রেসঃজয় মা বাংলা।
অফিসারঃ আপনার নাম?
প্রার্থীঃ M.B.B.S =মুজাহিদ ভাছা ভাই শালেখ।
অফিসারঃ পিতার নাম?
প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাচাল ভাই শালেখ।
অফিসারঃ স্থায়ী ঠিকানা?
প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাড়ি,ভাছা-শালা।
অফিসারঃ বর্তমান ঠিকানা?
প্রার্থীঃ M.B.B.S=মামার বাড়ি,ভাগো-শালা।
অফিসারঃ আপনে বর্তমানে কোথায় এবং কি কাজ করছেন?
প্রার্থীঃ M.B.B.S=মা,বাবার বেকার সন্তান।
অফিসারঃ আপনার Qualification বা অভিজ্ঞতা কি?
প্রার্থীঃ M.B.B.S=মাস্টার অফ বোমাবাজি এন্ড ব্যাচালার অফ সন্ত্রাস।
অফিসারঃ এইগুলো কোথায় থেকে অর্জন করেছেন?
প্রার্থীঃ M.B.B.S=মুজাহেদিন অফ ভারত এন্ড বাংলাদেশ শাখা ।
অফিসারঃ আচ্ছা আপনার Last Job কি ছিল?
প্রার্থীঃ M.B.B.S=Making বোমা, Building সন্ত্রাসি।
অফিসারঃ তার পিছনে উদ্দেশ্য কি ছিল?
প্রার্থীঃ M.B.B.S=মার বোমা,বাড়াও সংশয়।
অফিসারঃ আপনে গান শুনেন?পছন্দের গান কি?
প্রার্থীঃ M.B.B.S=মোর বন্ধু বর সেয়ানা,
অফিসারঃ আপনে ছবি দেখেন? পছন্দের ছবি কি?
প্রার্থীঃ M.B.B.S=মন বড় বেহায়া শালা।
অফিসারঃ ভবিষ্যৎ পরিকল্পনা কি?
প্রার্থীঃ M.B.B.S=মার বাংগালী, ভাঙ্গ শক্তি।
অফিসারঃ PhD…
প্রার্থীঃ মানে বুঝলাম না স্যার?
অফিসারঃ PhD=পালা হারামি দালাল।
M.P (হাস্যকর ইন্টারভিউ)
অফিসারঃ আপনার নাম কি?
প্রার্থীঃ M.P স্যার।
অফিসারঃ এম.পি তার মানে কি?
প্রার্থীঃ মহন পাল স্যার।
অফিসারঃ আপনার পিতার নাম কি?
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ তার মানে কি?
প্রার্থী। মদন পাল স্যার।
অফিসারঃ আপনার যোগ্যতা?
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ(রাগ করে) এইটা কি?
প্রার্থীঃ মেট্রিক পাস স্যার।
অফিসারঃ আপনে কেন কাজ চান?
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ (অঅহহ)তার মানে কি?
প্রার্থীঃ মানি প্রব্লাম স্যার।
অফিসারঃ আপনার PERSONALITY বর্ণনা করেন।
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ খুলে বলেন।
প্রার্থীঃ MAGNANIMOUS PERSONALITY স্যার।
অফিসারঃ আপনে আসতে পারেন।
প্রার্থীঃ এম.পি স্যার।
অফিসারঃ এইটা কি আবার?
প্রার্থীঃ MY PERFORMANCE…?
অফিসারঃ M.P!!!
প্রার্থীঃ তার মানে কি স্যার?
অফিসারঃ MENTALLY PUNCTURED
মুরব্বিদের নাম মুখে আনতে নেই।
স্বামী বাজার থেকে একটা ব্যাগে করে কিছু ফল এনে স্ত্রীর হাতে ব্যাগটা দিয়ে বলছে এই গুলা মায়ের হাতে দিয়ে আস। স্ত্রী ব্যাগটা তার শাশুরীর কাছে নিয়ে যাওয়ার পর শাশুরী বললেন, বউ মা আমার মাথাটা বিষন ব্যাথা করছে, আমি এখন বিছানা থেকে ওঠতে পারবনা, তুমি ব্যাগটা খুলে আমাকে বলে দাও ব্যাগে কি কি রয়েছে।
বউ মা বলল ঠিক আছে আম্মা আপনাকে কষ্ট করে ওঠতে হবেনা, আমি বলে দিচ্ছি।
ছেলের বউ বলছে…
১। আব্বা
২। আপনে
৩। ভাইজান
৪। বড় আপা
৫।ভাবি
৬। তাইন
শাশুরী এক তো মাথা ব্যাথা তার উপর ছেলের বউয়ের এইসব কান্ড। তিনি রেগে গিয়ে বললেন বউ মা তোমার কি হয়েছে! তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি,এইসব কি বলছ? আব্বা,বড় ভাই,আপনে,…
ছেলের বউঃ না আম্মা আমার মাথা ঠিকিই আছে, আমার আম্মা বলেছেন মুরব্বিদের নাম মুখে আনতে নেই,আপনারা আমার মুরব্বি আপনাদের নাম কি ভাবে মুখে আনি।
১। আব্বা =আঙ্গুর=শাশুরের নাম আঙ্গুর মিয়া।
২। আপনে=শাশুরী=পেয়ারা বিবি।
৩। ভাইজান (বাশুর)=আনার=আনার মিয়া
৪। বড় আপা=ইমলি=ইমলি বেগম
৫।ভাবি=কমলা
৬। তাইন=লেচু=লেচু মিয়া