Thursday, May 13, 2010

J.M.B (হাস্যকর ইন্টারভিউ)


প্রেসঃ আপনার নাম দিয়ে শুরু করি ?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃ জব্বার মিয়া ভাণ্ডারী


প্রেসঃ আপনার পিতার নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃজলিল মিয়া ভাণ্ডারী


প্রেসঃ আপনার ছেলের নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃজাবেদ মিয়া ভাণ্ডারী


প্রেসঃআপনার স্ত্রীর নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নাম


নায়কঃজয়গুন মালা ভাণ্ডারী


প্রেসঃআপনার মেয়ের নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নাম


নায়কঃজয়তুন মালা ভাণ্ডারী


প্রেসঃআপনার ঠিকানা?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃজাউতলা, মুরগী বাজার


প্রেসঃ আপনার প্রথম ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ ঝাল মুড়ি বাদাম


প্রেসঃ আপনার রমান্টিক ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ খুলে বলুন প্লিজ


নায়কঃ জ্বালাইয়া মোমের বাতি


প্রেসঃ আপনার হিট ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন প্লিজ


নায়কঃ জ়ীবন মানেই বোমা


প্রেসঃ আপনার ফ্লপ ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ জ়ীবন মোর বিনাশ


প্রেসঃ আপনার আগামি ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ যাও মার বোমা


প্রেসঃ আপনার প্রিয় ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ ঝাল মুড়ি বোমা


আপনার শেষ ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ জলদি মার বোমা


প্রেসঃ আপনার প্রিয় রান্না কি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ ঝাল মুরগী বোনা


প্রেসঃ রাজনৈতিক দল কোনটা সাপর্ট করেন?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃজামাতি মুসলিম ভারত


প্রেসঃএবার আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন?


নায়কঃ J.M.B


প্রেসঃ এখানেও J.M.B তার মানে?


নায়কঃ যেওনা মোরে ভুলে


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে কি?


নায়কঃজয় মাতা ভারত


প্রেসঃ J.M.B?


নায়কঃতার মানে বুঝলাম না


প্রেসঃজয় মা বাংলা

M.B.B.S(হাস্যকর ইন্টারভিউ)

অফিসারঃ আপনার নাম?


প্রার্থীঃ M.B.B.S =মুজাহিদ ভাছা ভাই শালেখ


অফিসারঃ পিতার নাম?


প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাচাল ভাই শালেখ


অফিসারঃ স্থায়ী ঠিকানা?


প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাড়ি,ভাছা-শালা


অফিসারঃ বর্তমান ঠিকানা?


প্রার্থীঃ M.B.B.S=মামার বাড়ি,ভাগো-শালা


অফিসারঃ আপনে বর্তমানে কোথায় এবং কি কাজ করছেন?


প্রার্থীঃ M.B.B.S=মা,বাবার বেকার সন্তান


অফিসারঃ আপনার Qualification বা অভিজ্ঞতা কি?


প্রার্থীঃ M.B.B.S=মাস্টার অফ বোমাবাজি এন্ড ব্যাচালার অফ সন্ত্রাস


অফিসারঃ এইগুলো কোথায় থেকে অর্জন করেছেন?


প্রার্থীঃ M.B.B.S=মুজাহেদিন অফ ভারত এন্ড বাংলাদেশ শাখা


অফিসারঃ আচ্ছা আপনার Last Job কি ছিল?


প্রার্থীঃ M.B.B.S=Making বোমা, Building সন্ত্রাসি


অফিসারঃ তার পিছনে উদ্দেশ্য কি ছিল?


প্রার্থীঃ M.B.B.S=মার বোমা,বাড়াও সংশয়


অফিসারঃ আপনে গান শুনেন?পছন্দের গান কি?


প্রার্থীঃ M.B.B.S=মোর বন্ধু বর সেয়ানা,


অফিসারঃ আপনে ছবি দেখেন? পছন্দের ছবি কি?


প্রার্থীঃ M.B.B.S=মন বড় বেহায়া শালা


অফিসারঃ ভবিষ্যৎ পরিকল্পনা কি?


প্রার্থীঃ M.B.B.S=মার বাংগালী, ভাঙ্গ শক্তি


অফিসারঃ PhD…


প্রার্থীঃ মানে বুঝলাম না স্যার?


অফিসারঃ PhD=পালা হারামি দালাল

No comments:

Post a Comment