Samudrik
দৃশ্যতঃ পৃথিবীর শেষ বলে কিছু নেই
অথচ ঋতুগুলি শুরু ও শেষ হয়
আর যে সমস্ত জাহাজ কোনো অন্তিম ভুলে ডুবে গেছে
সমুদ্রের লবণাক্ত সান্নিধ্যে তাদের নাবিকের চিঠি
ভক্ষণ করেছে মত্স্য
সেইসব মত্স্যের সন্তান সন্ততি
খুবই অতলে থাকে, কাছ থেকে দেখে সামুদ্রিক ফুল
কিভাবে ডানাগুলি খোলে
ফসফরাস কিভাবে লেগে আছে
অগণিত মাংসল হৃদয়ে
No comments:
Post a Comment