Friday, March 5, 2010

Dusshopno

দুঃস্বপ্ন
.........................
কাল কিছু বিস্বাদ দুঃস্বপ্ন এসে পুরো রাতটা এলামেলো করে দিল। শুকরের মুখ বিশিষ্ট একটা সাপ আমাকে তাড়া শুরু করতেই বাঁচার জন্য কাঁধ বরাবর গজিয়ে নিলাম একজোড়া জরিদার ডানা। শুয়োরমুখো সাপটা তখন কেমন অনায়াসে ড্রাগন হয়ে গেল। মেঘের ভিতর দিয়ে উড়তে উড়তে আমার ডানায় তখন চটচটে কুয়াশা জমেছে। যতই এগোতে চাই কেমন একটা আঠালো সোমরস আমার চলার পথকে জড়িয়ে জড়িয়ে নিচ্ছিল। আর ড্রাগনটাও রূপবদলাতে বদলাতে দাত নখ বের করে ধরে ফেলার উপক্রম....।

ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। রাতের ঘুম না হয় ভেঙে যায়। কিন্তু জীবনের ঘুম.. ... ...?

No comments:

Post a Comment