Friday, March 5, 2010

Mone Kora Jaak

মনে করা যাক বেশ মজাতে আছি আমরা
প্রতিটা দিন যে ফাঁদ পেতে রেখেছে পেরিয়ে যাচ্ছি ফাগুয়ারা রঙে
মনে করা যাক যতটা ভালোবাসা
যাকে যাকে দেবার ছিল উপচিয়ে দিয়েছি
মনে করা যাক মৃত্যু আসলে পালকের মতো রেশম....
কার সাথে হেঁটে যেতে যেতে কে হঠাত্ বলেছে
বিদায়
মনে করা যাক সে বলেছে, দাঁড়াও একটু
আসছি এখুনি ফিরে

No comments:

Post a Comment