Fagun Legechhe
ফাগুন লেগেছে বনে......
সে এক গল্পকথা। আমলকি আর স্বর্ণচাঁপায় আবিরীয় চাঁদ; তেহাই নামাচ্ছে মধুমাসের ফাঁসে। নিষ্পত্র গোলকচাঁপাও তুঁহু তুঁহু। দর্শনের দ্বন্দ্ব থাক বা না থাক; আমিও ছিলাম ওইখানে।
সবপেয়েছির দেশে আঙুললালন পদ্ধতি। ছাতিমি রাতও মাতাল হচ্ছে পায়ে পায়ে। নিত্য বোধের নৈমিত্তিক অবোধগুলো রইল না আর নিরপেক্ষ। শাল সেগুনের নোঙরছেঁড়া শব্দবৃত্তে মাতব কি মাতব না ভাবতে ভাবতেই আ...আ...আ...ন...ন্দধা...রা...
উথলে গেল কণিকায়। দলছুট পাখির ডানায় জমাট যন্ত্রণা উড়িয়ে এককেরা মুখ দেখে নেয় রোমান্টিক বেদনলহরে। অকারণের অস্থির ঢাল বেয়ে দূরে কোথায়; দূরে দূরে কণিকাকে সুদূর করা হয় না আর।
No comments:
Post a Comment