Duburi O Doiyel
ডুবুরি ও দোয়েল
রোদের ভিতর দাঁড়াও, অনুভবের নদে ডুবুরি নামিয়ে
তুলে আনো তৃষ্ণার হাড় – উড়ে যাওয়া দ্বিধা ফিরে
এসে বসুক সাহসের মাস্তুলে।
সবুজ বিয়োগে ছিন্ন হওয়া আঙুলগুলি
ফিরে পাক দাঁড়ের প্রভাত।
আত্মহত্যার চিরকুটে স্মৃতির ছায়াপথ ভাসে।
বৈঠামগ্ন বালকেরা পাড়ভাঙা শব্দের তোড়ে ভাসিয়ে
দেয় প্রেমিকার প্রসন্ন নেকলেস,
তপ্তরোদ্দুরে দাঁড়ালে - অনুভবে ফোটে ডুবুরি ও দোয়েল।
No comments:
Post a Comment