Chaya Debo Bole
ছায়া দেবো বলে
ফিরে এলাম,
কথা তো ছিল না, তবু ফিরে এলাম
না, আঁচলে মুখ ঢেকে নয়
ওডনায় বুক ঢেকে…
তবে বেপথু হাওয়াকে বলি না কখনও
উড়িও না বাপু আর হাওয়ায় আঁচল
এ কাহিনী বড্ড সেকেলে…
শুধু, দিন ঢলে গেলে বুঝি
পৃথিবী এগোলো আরো খানিক
তবু, কিভাবে যেন সে খেয়ে যায় গোল!
আমি জানি-
তুমিও নির্ভুল অংক কষে হয়েছো আধুনিক
সুখীসুখী হিমঘরে বসে বুঝিয়েছো আমাকেও
কাঁচের এপার আর ওপারের তফাৎ,
অনায়াসে করেছো কাৎ পৃথিবীকে
বিশ্বায়ন ও বিজ্ঞাপনে,
সুচারু সংষ্করণে যেমন রাতকে করেছো দিন
তেমনই দিনকে করেছো রাত…!
তবুও তোমার দোষ নেই কোন
তুমিতো শেখাতে কসুর করনি কখনও
আসলে, আমি বোকা,
তোমার লোভনীয় ওমে
আজও তাই নিজেকে সেঁকে নিতে পারিনি গরমে!
তবু ফিরে এলাম
ফিরে এলাম পৃথিবী গোল বলে
না, আঁচলে মুখ ঢেকে নয়,
সেই আদি, পুরাতন…চিরনূতন
আমারই আঁচলে তোমাকে ছায়া দেবো বলে……
No comments:
Post a Comment