Beakkele Rong
বেআক্কেলে রঙ
#
কিছু বেআক্কেলে রঙ সাদা জামায়
প্রহর গোনে
লেগেছে এ রঙ
পলাশ আর অশোকের বনে
#
আরো কিছু রঙ
সবুজ হলুদ রক্তবর্ণ
কিংখাবে আমৃত্যু সৈনিক চরণ-ও
#
নক্ষত্রপুঞ্জ
চাঁদ
ছায়াপথ
আঁধার ঘনালে যেন স্তব্ধ না হও
তুমি অধিরথ
#
সাদা পাতায় একমাত্র নাম
কৃষ্ণ
রাধা কলসীকাঁখে যমুনাতীর
নীলাম্বরী আর পীতবস্ত্র
#
আমি বলছি কি
শোনো
কখনও মরুর বুকে দৃশ্যমান হয়
পথের ভারসাম্য
#
No comments:
Post a Comment