Tuesday, May 11, 2010

গিল্লা খাইলামু (প্রেমিক প্রেমিকার বিটলামি msn চ্যাট)



প্রেমিকঃভালো বাসতে ভাসেত গিইল্লা তোমারে খাইলিমু
প্রেমিকাঃআমার ধারে আও তোমারে আমি কলিজায় ভিতরে হারাইলিমু
প্রেমিকঃভালোবাসা কারে কয় তোমারে আইজ বুঝাইমু,
প্রেমিকাঃআমার বগল আও তোমারে আমি পিরিতির রং দেখাইমু
প্রেমিকঃইতিহাসের খাতায় আমরা নাম লেখাইমু,
প্রেমিকাঃআমার হাতে ধর তোমারে লইয়া সুখের সংসার সাজাইমু
প্রেমিকঃরাক্ষসী প্রেমিক প্রেমিকা নামে পরিচিত হইমু,
প্রেমিকাঃআর কইওনা আমিনু ডরাইযিমু!
প্রেমিকঃতুমি ডরাইলে আমি সাহস দিমু,
প্রেমিকাঃআর কইয়না আমি অজ্ঞান ওইযিমু
প্রেমিকঃতুমি অজ্ঞান হইলে আমি মাথাত পানি দিমু,
প্রেমিকাঃজলদি আমারে ধর মাথাত চড়িগিছে বইতা ওইমু
প্রেমিকঃতুমি চিন্তা কইরনা তোমারে আমি কুল লইয়া আদর করমু,
প্রেমিকাঃআর কইয়না ইলা কইলে লজ্জায় লাল ওইয়া মুখ কান লুকাইমু?
প্রেমিকঃবাত্তি লিমাই তোমার চাঁদ মুখ আমি দেখমু,
প্রেমিকাঃহায় হায়, আর কইয়না আমি উদাসিনী ওইযিমু
প্রেমিকঃতুমি উদাসিনী হইলে বুকেতে বুক মিশাইইয়া শান্তনা দিমু,
প্রেমিকাঃইলা কইলে আমিনু গলিযিমু!
প্রেমিকঃতুমি গলিগেলে তোমারে চকলেট সস বানাই খাইলিমু
প্রেমিকাঃহায় হায় ইতা কিতা কইলায় আমি অনে কিতা করমু?
প্রেমিকঃতোমারে আমি আমার কইলজার ভিতর লুকাইয়া রাখমু,
প্রেমিকাঃআমার হাত ধর তোমারে লইয়া চিরসুখি ওইমু

No comments:

Post a Comment