Tuesday, May 11, 2010

ছন্দে ছন্দে পড়েছে ফান্দে। Chonde poreche fande…


প্রেমিকা প্রেমিককে বলছে তুমি তো খুব সুন্দর ছন্দে ছন্দে কথা বলতে পারআমি তোমাকে কিছু প্রশ্ন করি তুমি ছন্দে ছন্দে উত্তর দিও
প্রশ্ন-১)আমার বান্দবী মলীকে তোমার কেমন লাগে?
উত্তরঃ মলী, মলীকে দেখলে আমার গা যায় জ্বলি, মন চায় ওর দুটি কান দেই মলী
প্রেমিকা মৃদ হেসে বলল সত্যি?
প্রশ্ন-২)এবার বল সাথীকে কেমন লাগে?
উত্তরঃ সাথী যেন আস্ত একটা হাতি, ইচ্ছা করে দিতে ওর পাচায় লাথি
প্রেমিকা-হাহাহা!!
প্রশ্ন-৩)আচ্ছা এখন বল টিয়াকে কেমন লাগে?
উত্তরঃ টিয়া, টিয়াকে দেখলে ভরে যায় হিয়া, বড় সাধ জাগে করতে ওকে বিয়া
প্রেমিকা এবার রাগাম্বিত হয়ে বলছে, কি? হারামজাদা দাঁড়া করাচ্ছি বিয়া!!

No comments:

Post a Comment