Tumi Asbe
তুমি আসবে
-----------------------
তেমন এক সকাল যদি আজ আসে
খরগোশেরা লাফায় বৃথা উল্লাসে
দুটি ভুরুর মেলামেশা যায় উবে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে
আস্থাহীন ক্ষণস্থায়ী ছাদের ধার
পুঁচকেপানা বটচারার আতুরঘর
ঘুমের ঘোর পোশাক চোর স্বপ্ন সব
বৃষ্টিধারার গন্ধ তোমার নিশ্বাসে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে
বসন্তেরা সাইকেলের দুই ডানা
খোলা চুল উড়ছে উড়ুক আনমনা
মুখে রেখে ঋতুশেষের আমলকী
শীতল জলের মিষ্টি স্বাদের প্রত্যাশায়
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে
দূরে তুমি জানি দূরে অনেক দূর
দিব্যঘুড়ি উড়ে বেড়ায় কল্পপুর
ঘরজোড়া আলস্যের কার্নিভাল
যাক কেটে যাক তোমার আসার আশ্বাসে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে
No comments:
Post a Comment