Friday, March 5, 2010

Tar Chokhe Premik-premika(1)

তার চোখে প্রেমিক-প্রেমিকা(১)
-------------------------------------
গ্রিলের ওপারে সন্ধ্যা নামার সংকেত
ঝিমধরা জীবাণুরা বসে আছে
প্রগতির গায়
জ্যামের মিথ ভেঙ্গে ছুটে এল
এল পি জি অটো
যুবরাজ নেমে আসে পরণে জিন্সের প্যান্ট
মুঠোফোন হাতে নিয়ে
স্মিত হেসে কুমারী দাঁড়ায়
কথা বলে ওরা গ্রামাফোনের স্বরে
অস্পষ্ট একটানা ভাষায়

No comments:

Post a Comment