Friday, March 5, 2010

Ajj Tobe Ronger Kotha Hok

আজ তবে রঙের কথা হোক

জলছল প্রাণ; প্রাণিত ভোর। একটু ছলাৎছলে আকাশী রোদ্দুর। এই রঙ এই বসন্ ; মৃদু ধ্বনি ত্ যতটা অসংকোচে। বর্গের প্রথম ফাগুন লাগে যদি লাগুক না গায়।

আহ্! রঙ থেকে কেন যে ক্লোরোফিলে এলে; কথা ছিল গৈরিকে বুনে দেবো শ্যাওলার স্তর। মহীরুহ হতে পারে অসময়ের কন্ঠলগ্না হয়ে; শেকড়ের টান যতটা সংগোপন।

পেছনে তাকালে ওই কংক্রিট ক্যানভাস; গোপন থাকে না আর ফাটলের আঁকিবুঁকি। ইস্পাতের স্ল্যাগাচ্ছন্ন বীর্য মুখ দেখে নেয় বিষাদসিক্ত গর্ভাঙ্কের জলজ আয়নায়।

পারদের আড়ালে আকাশমুখী ভ্রূণ পেরিয়ে যাচ্ছে লক্ষ্মণের গণ্ডি। আসলে সীতা বা সুমিত্রায় হলযোগ্যতা প্রমাণ হলেও শিমুল ছিল কিনা আজও কেউ খুঁড়ে দেখলো না।

No comments:

Post a Comment