Sunday, February 28, 2010

Urna

কলমীচাঁপা
জংলাপুকুর
আধখানা চাঁদ
জোছ্নাখুকুর
আয় না নেমে
এই উঠোনে
বলবে কথা
আজ দুজনে
মন্দ বলে
বলুক লোকে
মন্দ মাখব
নেশার ঝোঁকে
কাটলে নেশা
ফিরবো না আর
তাল সুপুরী
রইল তাহার
সবটুকু থাক
হৃদয় জুড়ে
ভুল দুপুরের
গানের সুরে।

No comments:

Post a Comment