Sunday, February 28, 2010

Raka

সমুদ্রের ডায়রি/১
----------------------

নদীটি দাঁড়াল এসে শান্ত মোহনায়।

যেসব চোখের কাঁচে পৃথিবীপারের আলো দেখে নেওয়া যায়,
এখানে সমুদ্র ঠিক সেরকম, সবুজাভ নীল।

আ-যোজন পথ জুড়ে হেঁটে যাওয়া বেলাভূমি মৃদু ঊর্মিল।
বালিতে জলের চিহ্ন, ঝিনুকখোলস...

এখানে দাঁড়িয়ে নদী মরে যেতে চায় যদি, নদীর কী দোষ!

সমুদ্রের ডায়রি/২
-----------------------

এখনও ঢেউয়ের গন্ধে ক্রমাগত নিভে আসে মন।

জিভে লেগে থাকা কিছু কটু স্বাদ, বিষাদলবণ
দ্রব হয়ে যায়। আর ভেজাপাতা চোখ
বালির ওপর, আহা, ফেলে রেখে আসে সব অসুখস্মারক

নোনা জলহাওয়া এসে ছুঁয়েছে তোমার হাত, ছুঁয়ে দিচ্ছে ঠোঁটও...
তুমি শুধু অস্ফুটে বলেছ নিজেকে ডেকে – “তাড়াতাড়ি ভাল হয়ে ওঠো”।

No comments:

Post a Comment