Friday, March 5, 2010

Otho Computer Shikhsa

অথ কম্পিউটার শিক্ষা (১)
---------------------------------
ডেস্কটপ
-----------
বরফ ঘেরা পাহাড় আছে প্রেক্ষাপটে
বাম কোনেতে ছোট্ট মিষ্টি আমার ঘর
আমার যত দস্তাবেজ তার নিচেতে
ডান দিকেতে আস্তাকুড়
কাটছে দেখো ঐ ইঁদুর
তোমারা হাতের ঐ ইঁদুর

নেটওয়ার্ক
-------------
সন্ধ্যা হলে মনে পড়ে
তারা দেখলে মনে পড়ে
কিসের মায়া কিসের টান
দু’জন আছি দুই দিকেতে
দু’জনাতে নির্বাক
মাঝে থাকে পত্রলেখা
মাঝে থাকে নেটওয়ার্ক

ডেটা
---------
স্মৃতির এক সূক্ষ্মস্তর শব্দহীন
যদি না তাকে বুঝতে পার অর্থহীন
এক শুণ্য এক
শুণ্য শুণ্য এক ......

No comments:

Post a Comment