আর সহেনা।
বাংলার বুকে জন্মে আমি দেকেছি কেবল যন্ত্রনা,
কখনও মেরেছে অতি বৃ্ষ্টি,অনা বৃ্ষ্টি আবার কখনও ঘুর্ণিঝড় আর বন্যা।
রাস্তার পাশে দেকেছি আমি অন্যহীন,বস্ত্রহীন,সজন হারা শিশু করছে কান্না,
শত মানুষের মাঝে মিশে গিয়ে দেকেছি আমি হাহাকার কান্না,
আমরা শুধু বাচার মত বাচতে চাই,চাইনা হীরা মতি পান্না।
No comments:
Post a Comment