Wednesday, May 12, 2010

আমাদের দেশ(Amader Desh)


আমাদের দেশ আমাদের অহংকার,আমাদের মা,
আমাদের মায়ের ভালবাসার নাই কোন সীমা।

জাগো,হে বাংলা মায়ের বীর সন্তানেরা জাগো সবাই,
আসো, আসো সবাই মিলে নাপাক রাজাকার তাড়াই।

এই দেশ তোমার আমার,ওদের নেই কোন অধিকার,
মুখের দিকে থাকিয়ে আছে বাংলা মা তোমার আমার।

বাংলার বুকে জন্ম, গায়ে বাংলার মাটির সুবাস,
করবই করব আমরা একদিন পাপিষ্ঠদের বিনাশ।

No comments:

Post a Comment