Friday, March 5, 2010

Uposwargo...

উপসর্গ

পষ্ট চোখে নাকের নিচে
আবছা মত বিন্দুতে
দেখছি নিজের গোঁফের ঝালর
সকাল বিকেল মুখ ধুতে.........
আয়না বলে বাড়ছে তারা
দু এক খানা সর্বহারা,
এমনিতে রঙ খুব বেয়াড়া
ব্যাতিক্রমী ইন্দুতে
জ্যোত্‌স্না মেখে দিচ্ছে উঁকি
চন্দ্রবিন্দু দিন ছুঁতে !!

No comments:

Post a Comment