Nakkhatropaath
নক্ষত্রপাঠ
যিনি আমায় নক্ষত্র চেনালেন, আমি তার নাম ভুলে গেলে
আমাদের চারপাশে এক অপ্রস্তুত রাত নামে,
দেয়ালের পাশে পড়ে থাকে বিদীর্ণ প্রজাপতি !
আমি তো চিনেছি সব বর্ধণশীল ফাটলের দাগ,
নিমগ্ন অর্কিড প্রজাতি । আমি চিনতে শিখেছি
মানবিক স্পর্শের ট্যাবু, বাতাসের সুর, নক্ষত্রপাঠের
ব্রেইল পদ্ধতি ।
No comments:
Post a Comment