Friday, March 5, 2010

Lekha

এমনি

তারেতে খবর ছিল, তত সুস্থ নয়
ব্যাথা বাড়ে মাঝে মধ্যে, কখনও কম হয়।

কবিরাজি হাত তাঁর সবেতে- জানা
জমে থাকা এত কিছু জানাতে মানা ...

তাই সব দূরে দূরে বিদেশ বিঁভুই
মনিটারে ছবি ভাসে, মাউস হাতে ছুঁই।

না-লিমেরিক


টিঙ্কারাম ও মিঙ্কারাম একই পাড়ার ছেলে
দিন দুপুরে যখন তখন ফুটবলটি খেলে
যেই ফিরছে ঘরে
ঘাম ঝরে অঝোরে
পেলে-র মেয়ের ডলার হাসি সাইকেলটি ফেলে


হিচকি বাবুর পিচকিগুলো রোজ বিকেলে রোদ্দুরে
বায়না জুড়ে হাত পা ছুড়ে চাই নাকি তাঁর কুরকুরে
স্ত্রী হলেন মধুমতী
এত বেলা হল যদি
একখানা সেই প্যাকেট দিলে তিনিও থাকেন ফুরফুরে

No comments:

Post a Comment