Friday, March 5, 2010

Jodi Chithi Dao

এজউড অ্যাভেনিউ বরাবর সূর্য ওঠে, অস্ত যায়
তাও এ পরবাসে মেঘ নেই কোনো
জ্যাকসনভিলের ডাউনটাউনের জনজোয়ার অনেক কথা
বলে যায়, মেলাতে পারিনা
এখানে কোনো হলুদ পাখি নেই
যার কানে কানে কাছাকাছি আসার আগে
ছেলে মেয়েরা বলত বুকের কথা, কাছাকাছি হবার
বেদনার গান
যে নদীর বাঁকগুলি ছিল সহজ আর সুরেলা
তার তীরে এখন কোন ঘাস জেগে ওঠে!
যদি চিঠি দাও... চিঠিতে শব্দ লিখো আবছায়া
শুধু এঁকো হলুদ পাখিটির গান
এঁকো কুমকুমে কুসুমে তোমার ছবিটি...

No comments:

Post a Comment