Friday, March 5, 2010

Green Earth

এই যে এইমাত্র তৃণ লিখলাম
সাদা পাতায় একটি তৃণ হল
বিনয়মের মতো কোনো দুরূহ পাখি সামান্য তৃণ
আমি লিখলাম, সে, তারা, অনেকে
সবাই লিখতে লিখতে
পৃথিবীতে তৃণ ছেয়ে গেল
শ্যামল পৃথিবী

No comments:

Post a Comment