Friday, March 5, 2010

Dekhechilam

দেখেছিলাম / শুভাশিস সরকার

কবে তোমায় কোথায় দেখেছিলাম
সে কথা আর মনে তো নেই ভালো
তোমায় আমি ভুলেই গেছিলাম
কিন্ত হঠাৎ বিদ্যুৎ চমকালো।

সে আলোতে মোম হয়ে যায় মন
মোম গড়ালে সম থেকে হয় শুরু?
ফাঁক থাকে কি ভুরুর নাচনে?
চিনতে? নাকি ভুল করেছে ভুরু?

ভুরুর ভাঁজে আটকে ছিল মেঘ
সিঁথির খাঁজে সিঁদুর জ্বলে ক্ষীন
যতই আজ অশনী গর্জাক
অস্তরাগে হারানো ক্যান্টিন।

No comments:

Post a Comment