Amar Basanto.....
শৈশব যৌবনের খেলা সাঙ্গ করে
নিরাশক্ত বিবাগী রূপে মগ্ন ছিল তুমি
শান্ত শীতল যোগীর রূপ ধরে
মন কে বেঁধেছিলাম তোমার সঙ্গ তরে
উপেক্ষা করেছি যৌবনের গোধূলি, আমি
কিন্তু এ কি হোল তোমার
কোন মায়াবী যাদু স্পর্শে তোমার চিত্ত হল চঞ্চল ?
এতো দিনের সাধনা উপাষণা ভঙ্গ করে
রূপ রস গন্ধের ভান্ডার উজাড় করে
আবারো যৌবনের খেলায় মাতলে তুমি, মাতল জীব সকল
দখিনা বাতাসে স্নাত হয়ে, চঞ্চল তুমি
কেন আমাকে করো উদ্বেল?
হিমবাহের বন্ধন কে ছিন্ন করে, পাগলা ঝড় কে গতি দিয়ে
অরণ্যের রিক্ত শাখায় এঁকে দাও কিশলয়, পরম যত্ন নিয়ে
তোমার চঞ্চলতা ছড়িয়ে দাও তৃণ পল্লবে, প্ত্র মর্মরে;
জাগিয়ে তোল পুলকমুখর রোমাঞ্চ দিক দিগন্তরে
বনে বনান্তরে, শ্যামল প্রান্তরে, নদী লহরীতে
গন্ধবিধূর আম্রকুঞ্জে , মৌমাছির কলতানে হরষিতে
কেন কেন তুমি কুঞ্জবনে ভাসিয়ে দাও কুসুমের ফোয়ারা
আগুন লাগিয়ে দাও পলাশে, প্রজাপতিদের কর মাতয়ারা
দোয়েল কোয়েলদের গলায় দাও বিরামহীন আনন্দসুর
বকুল, চম্পা, করবী উথাল পাথাল গন্ধ মধুর
কেন বলতে পারো, কিসের উল্লাশে
অশোক শিমূল কৃষ্ণচুড়ার রক্তিম উছ্বাসে
ভরিয়ে দাও এ ভূবন, আমাকে চঞ্চল কর ব্যাথা দাও
কেন মনে নতুন করে আনো ব্যাকুলতা আশা জাগাও
কেন মন রাঙিয়ে যাও নব পুষ্প পল্লবে, রক্তে মহুয়ার মাদক মেশাও
শরীরে আগুনের তাপ লাগাও, আলিঙ্গনের স্বপ্ন দেখাও
জীবনের ফেলে আশা প্রতিটি বাঁকে, সঙ্গী করেছি তোমাকে তখন
তবে কি তা ছিল আমার ভুল, করেছি তোমায় অনুসরন ??
No comments:
Post a Comment