Abhimani
অধুনা এ অজ্ঞাতবাসে
আমায় ছুঁয়োনা কোন শরীরী শিমূল......
রাতজাগা ক্ষত
ভাঙিয়োনা ঘুম,
সূর্য কুসুম শুষে
ফোটাবো না আর কোন
ভোর সমতূল.........
গোপন কৌটো খুলে
দেখব না সুখ ;
ধার করা উত্তাপে
পোড়াবো না বুক
পাঁজর ভাঙুক ঝড়ে
স্মৃতির রেশম চরে
আঁকবোনা কোন প্রিয় মুখ......
No comments:
Post a Comment