Sunday, February 28, 2010

Onahotu

০ আমাদের জীবন শুরু হয় আঁধারের বুক চিড়ে -বৈকুন্ঠ যখন কাঁপন ধরায় জাগ্রত নি:শ্বাসে। নেমে যাই শালিকের মত ধানের মাঠে। কুঁড়াতে থাকি দিনভর -বেঁচে থাকাটা খুব জরুরী। চোখ যখন ব্যস্ত ধানের খোঁজে তখন ভাববার অবকাশ কই -সময়ের কিংবা পৃথিবীর বিভ্রম মায়া।

০ চলমান রাশিমালায় মাঝেমাঝে মনেহয় আমি একটা প্রোগ্রাম মাত্র। নয়ত কেন স্মরণ করতে পারি না -গর্ভে কিংবা শূণ্য বয়সে কি ছিলাম, কেমন ছিলাম কিংবা তারো আগে কোথায় ছিলাম। কেউ একজন সযত্নে স্মৃতিগুলো মুছে দেয়। কিন্তু কেন?

০ ঘুনপোকা মস্তিস্কে ক্রমাগত খুঁড়ে চলে আত্ম সৃষ্টির ব্যর্থতা। আমাদের ভাবনা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ব্যবহার মাত্র ২ ভাগ কিংবা তারচেয়ে একটু বেশী। কেন?
নিথর, অজ্ঞতার বাকীটুকুতে যদি প্রবেশ করতে না ই পারব তাহলে বহন করবই বা কেন?

০ আমি কিংবা আমাদের নৈপথ্যে হেসেই চলছে স্রষ্টা। খুব কাছে -একটা সময়ের মাত্রার আড়ালে। হয়ত কখনোই ছুঁতে পারবনা, দেখতে পাবনা। এক সময় আমাদের প্রতি স্রষ্টার আগ্রহ কমে যাবে, থেমে যাবে সৃষ্টি। Split করে ফেলে দেয়া হবে ব্যবহৃত মস্তিষ্কের অংশটুকু। নতুন সৃষ্টি আসবে -নতুন গঠন নিয়ে। তারাও ব্যবহারের সুযোগ পাবে মাত্র ২ভাগ কিংবা তারচেয়ে একটু বেশী।

No comments:

Post a Comment