Sunday, February 28, 2010

Obhimonyu

শিক্ষামূলক

শিক্ষামূল তত কিছু ছিল না ভ্রমণে।
বিনোদিনী, স্মৃতিভারে জর্জর বিনোদিনী মোর
খেলনা নতুন কিছু বাকি আছে হাতে?
দিয়েছিলি যা যা, ভাঙাচোরা, সবই তো পুরনো,
শূন্যঝুলি, আর তবে কাকে নিয়ে বাঁচা?

তথাপি শিক্ষার বহু বাকি আছে তোর।

দু'চারটে নুড়ি
আর শালের গন্ধ-মাখা লাল লাল ধুলো
যদি উড়ে আসে আজ,
বুড়ো-চোখ বন্ধ রাখা, খুব কি জরুরী?
ওতে অভিনয় আরো ভালো হয় বাছা,
কান্নার সিন বড় বাস্তব লাগে।

চুরি করা ভালোবাসা, চুরির সময়,
এই নিয়ে ধনী হবি তুই? হওয়া যায় কোনোদিন?

বিনোদিনী, তুই শুধু বিনোদিনী, অলক্ষ্মী অসতী
বহু শিক্ষা বাকি আছে তোর...
ভালো কথা বলি শোন,
থাক দূরে দূরে, অতীতকে ছুঁয়ে থাক শির-ওঠা বুড়োটে আঙুলে...

ঘর-বার অটুট অক্ষয় থাক সবাকার, সত্যে থাক মতি

No comments:

Post a Comment