Sunday, February 28, 2010

kobita

কবিতামিতালি কি
কবিতামিতালি ওয়েবজোড়া কবিতাবন্ধুদের কবিতাকেন্দ্রিক তাজা খবর আর বিবিধ গদ্য বিনিময়ের জমজমাট পোর্টাল! এখানে সদস্যপদ আমন্ত্রণভিত্তিক। তুমি যদি ইতিমধ্যেই আমন্ত্রণ না পেয়ে থাক শিগগিরি নিশ্চয়ই তা পেযে যাবে তোমার নিকট কোন কবিতাবন্ধুর থেকে। আর তা যদি না হয়ে থাকে কবিতা যোগাযোগের মাধ্যমে তোমার নাম সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকায় এখনই নথিভুক্ত করিয়ে রাখ!


কবিতা নিয়ে টাটকা খবর পাঠাও
বাংলা কবিতা নিয়ে টাটকা খবর পাঠাও আর পাও মিতালির সদস্যপদ সরাসরি। ওয়েবভিত্তিক মৌলিক বাংলা কবিতা প্রকাশের খবর বা কবি ও কবিতা সম্পর্কে নানা সংবাদ, কবি ও কবিতাকেন্দ্রিক সাক্ষাত্কার, আলোচনা বা কলামধর্মী লেখা এখানে পাঠানো যেতে পারে। লেখাগুলি শুধুমাত্র অনুমোদনসাপেক্ষে প্রকাশ্য। কবিতা যোগাযোগের মাধ্যমে লেখা পাঠান যেতে পারে ।

No comments:

Post a Comment