Friday, March 5, 2010

Piriti Jora Nahi Lagere

ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁন্দ রে
তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় আমি যারে দিছি প্রাণ রে


যেখানে ধানের গাছ অবিরত দোল খায়
সেই দিকে তাকিয়ে তুমি হাসলে
কি অবারিত আদিগন্ত শস্য
কিভাবে আকাশ অসীম... ভাবলাম এই বুঝি মুক্তি
খোলা হাওয়ায় হাওয়ায় নদী গান গেয়ে উঠল
অথচ জীবন বলল, চল যাই
পৃথিবীতে আরো কত ভূমি, কত হাওয়ার নেশায়
পাগল কত নদী
কাজে ও অকাজে ঘুরে আবার এসে দাঁড়িয়েছি আজ যেই
সে চিরন্তন শস্যপ্রান্তরে দেখি কেউ নেই ঈষত্ নতমুখে হাসবার ...
এ প্রাণে অঢেল মুক্তি দেবার ....
আর রোদ্দুর খুঁজে খুঁজে নদী গেয়ে যায় ভাঁটার গান

No comments:

Post a Comment