Friday, March 5, 2010

Megh Trishna ... 3

অন্তরাত্মা, সে কোথায় থাকে?
মাথায়? হৃদয়ে? পেটে?
ব্যবচ্ছেদের ক্লান্ত আঙুলে
রক্ত মাংস শ্লেষ্মা মজ্জা ঘেঁটে
পাঁচমাথা মোড়ে প্রতি মুহূর্তে জটিলতা আছে জেনেই
গিয়েছি খুঁজেছি মেনেও নিয়েছি
সে নেই
গাড়ির চাকায় হাওয়ার পাখায়
আমার শহর যে দিকে তাকায়
আলো আঁধারের ঘর বাড়ি গম্বুজে
পাচ্ছি না তাকে খুঁজে
শুধু ছুটন্ত ব্রোঞ্জের ঘোড়া
বিস্মৃত এক নায়ককে নিয়ে ... আকাশের পটে স্থির
খোঁজ নেই স্বস্তির!

ঘোড়াটির সাথে ছুটব ... ছেটাব ...
তৃষ্ণা মেটাব স্বপ্নের পানপাত্রে
দশটা আঙুলে হাতড়ে
একদিন দেখো ঠিক পেয়ে যাব স্বস্তি।
শ্মশানের ছাই সরিয়ে কুড়োব
পিতামহদের অস্থি।

No comments:

Post a Comment