Wednesday, March 3, 2010

Duti Kobita

১) নার্সিসাস

কুসুম কুসুম লাল প্রান্ত ধরে চলে যায় ভুখা মিছিল
স্তম্ভিত আর সম্বিতে ফেরার মাঝে মোৎজার্ট.........
বাজছে কি?না নীরোর বেহালা?!
অগ্নিমান্দ্য ও অগ্নিকান্ড বাজার ফেরত হয়ে চলে আসে
মিয়োনো খবরের কাগজে!
রাস্তায় অগোছালো ভিখারির পরিপাটি মৃত্যু।
আর তুমি মাদমোয়াজেল.........
চোখে সানগ্লাস দিয়ে দেখছো বসন্তের জাগুয়ারপনা!
ডোরাকাটা সোনালি মসৃণ ঝলক-আশ্লেষে খুন ঝরে
হানা দেয় ঘরে হায়নায়!
আর তুমি নার্সিসাস,-সময়ের ভাঙ্গা আয়নায়!

২) জলসই

জলের সাথে আমার ছায়া বলছে আমার কথা
জল বোঝে না কোনটা কথা......কোনটা প্রগলভতা?
তাই জলেতেই ভাসিয়ে দিলাম আমার নীরবতা......
ছপছপিয়ে আতুর বিরাম আসলো এখন কাছে
ছলছলিয়ে কুড়িয়ে নিলো খাতার শেষের পাতা!
জল জানে না কোনটা কথা......কোনটা প্রগলভতা......!

No comments:

Post a Comment